ক্যাডার বহির্ভূত ১৫ কর্মকর্তা হলেন সহকারী সচিব

2 months ago 27
ক্যাডার বহির্ভূত (নন-ক্যাডার) ১৫ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নতুন দপ্তরে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করবে।  এতে বলা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আব্দুল কুদ্দুস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মো. আলমগীর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ কব্দুল হুসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো. জিয়াউর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সৈয়দ জহিরুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের ফেরদৌসী বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ বি এম আবু বাকার ছিদ্দিক ও এস টি এ পারভীন পদোন্নতি পেয়েছেন। আর ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মো. আকরাম হোসেন ও মো. শাহ আলম সিরাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো. মোতালেব হোসেন ও মোহাম্মদ ফকরউদ্দিন তালুকদার, শিল্প মন্ত্রণালয়ের জে এম আলাউদ্দিন ও মো. গোলাম ফারুক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. আব্দুল আজিজকে সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 
Read Entire Article