ক্যানসার আক্রান্ত বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

3 hours ago 5

মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬২) নামে এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লায়লা আরজু ওই এলাকার সেকেন্দার হোসেনের স্ত্রী।

সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে বাজার করতে বের হন। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

তার ধারণা কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। খবর পেয়ে ঘিওর থানার পুলিশসহ ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সকালে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সজল আলী/এফএ/জেআইএম

Read Entire Article