ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে মারা গেলেন তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ (৩৩)। শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি অ্যান্ড ওয়েলফেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় বোন মন্দিরা শতাব্দী এষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার মণি আমাকে ছেড়ে চলে গেছে। আর আমাকে দিদি ডাকবে না।’
শ্বেতা শতাব্দী এষের জন্ম ১৯৯২ সালে জামালপুরে। জন্ম থেকেই কঠিন রোগ বিটা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত ছিলেন। এর সঙ্গে লড়াই করেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।
যখন চাকরির সন্ধানে ছুটছেন; তখন ধরা পড়ে লিভার ক্যানসার। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার। বন্ধু-বান্ধব ও স্বজনদের উদ্যোগে একাধিকবার সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
আরও পড়ুন
গত ৮ সেপ্টেম্বর কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় লিভার ফেলিওরে মৃত্যু হয় তার। অসুস্থতা সত্ত্বেও লিখেছেন একের পর এক কাব্যগ্রন্থ।
‘অনুসূর্যের গান’, ‘রোদের পথে ফেরা’, ‘ফিরে যাচ্ছে ফুল’, ‘আলাহিয়ার আয়না’ ও ‘বিপরীত দুরবিনে’ তার কাব্যগ্রন্থ। ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয় ‘হাওয়া ও হেমন্ত’।
১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় রাজধানীর বাসাবো কালীমন্দিরে তরুণ কবি শ্বেতা শতাব্দী এষের শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে কবি-লেখকরা শোক প্রকাশ করেন।
এসইউ/এমএস