ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

3 months ago 7

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। আজ শনিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচের পদত্যাগের দাবি করেন ন্যাশনাল টিমস কমিটির এই সদস্য।

দায়িত্ব নেওয়ার ৮ মাস পর এই প্রথম কোনো সংবাদ সম্মেলন আয়োজন করে বাফুফের নতুন কমিটি। গণমাধ্যমের সামনে নিজেদের কার্যক্রম ও আগামী ৬ মাসের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির ২১ সদস্যের ১৪ জন উপস্থিত ছিলেন।

সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের ২-১ গোলে পরাজয়ের পর কোচ ক্যাবরেরার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কেউ কেউ দাবি করেন, ক্যাবরেরা বর্তমান জাতীয় দলের কোচ হওয়ার যোগ্য নন। এমনকি তার ভুল কৌশলের কারণেই সিঙ্গাপুরের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে বাংলাদেশ।

আরআই/এমএইচ/

Read Entire Article