সানজানা রহমান যুথী
আকাশের নীলিমা, পাহাড়ের শিখর কিংবা প্রকৃতির নির্জনতা এই সবই মিশে যখন গল্প বলে, তখন তার সাক্ষী হয়ে ওঠে ফটোগ্রাফি। আলো-ছায়ার খেলা, অনুভূতির গভীর প্রকাশ কিংবা প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি যেন সময়ের সঙ্গে বন্ধুত্বের এক শিল্প, যা গল্পগড়নে সত্যিকার শিল্পীদের পথ দেখায়। এভাবেই জীবনকে অনন্য আলোর ক্যানভাসে বন্দি করেন ফটোগ্রাফাররা। নাহিদ মাজহার তেমন একজন ফটোগ্রাফার, যিনি ক্যামেরায় ফ্রেমবন্দি করেন জীবনের অপার সৌন্দর্য।
কুমিল্লার মনোহরগঞ্জে বেড়ে ওঠা নাহিদের ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি টান ছিল। তিনি বলেন, বাবার পুরোনো ইয়াশিকা এমএফ টু ক্যামেরা আমার আগ্রহের সূত্রপাত করে। ডিভাইসের অভাবে সে আগ্রহ তেমন বাস্তবায়িত হয়নি। তবে ২০১৪ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় আমার এক বড় ভাই ফাহাদের দেখাদেখি ছবি তোলার নতুন আগ্রহ জন্মায়। সেই আগ্রহ থেকে মায়ের মোবাইল কিংবা বন্ধুদের মোবাইল ব্যবহার করে ছবি তোলা শুরু করি। ২০১৭ সাল পর্যন্ত এভাবেই তোলা হয় ছবি। পরবর্তীতে নিজের মোবাইল হওয়ার পর পুরোদমে ছবি তোলা এবং ছবি নিয়ে পড়াশোনা শুরু করি। ধীরে ধীরে আগ্রহ এতটাই বাড়ে যে ২০১৯ সালে মা নিজের গহনা বন্ধক রেখে একটি ক্যামেরা কিনে দেন। সেই ক্যামেরাই আমার ফটোগ্রাফি জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে।
ফটোগ্রাফির শুরুতে নাহিদ প্রকৃতি, ভ্রমণ, পোর্ট্রেটসহ বিভিন্ন বিষয়ে ছবি তুললেও এখন তিনি ডকুমেন্টারি এবং ফটোসাংবাদিকতায় মনোনিবেশ করেছেন। তার তোলা ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এবং জাতীয় সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার, মানবজমিন ও প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত হয়েছে।
ফটোগ্রাফি জীবনে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন। তার তোলা ছবিগুলো তাকে এনে দিয়েছে ল্যান্ড ম্যাজিক আন্ডার এইটিন ফটোগ্রাফার অ্যাওয়ার্ড এবং নির্ভানা মোবাইল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের মতো সম্মাননা। এছাড়াও স্থানীয় অনেক ছোটখাটো পুরস্কার পেয়েছেন, যা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে জানান।
বর্তমানে নাহিদ সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের সভাপতি। তার লক্ষ্য এই ক্লাবকে দেশের সেরা ফটোগ্রাফি সংগঠনে পরিণত করা। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ফটোগ্রাফি শেখাকে সহজলভ্য করতে চাই, যাতে আরও বেশি শিক্ষার্থী এই শিল্পে আসতে পারে। এছাড়াও ভবিষ্যতে তিনি ফটোগ্রাফি নিয়ে উচ্চশিক্ষার মাধ্যমে ফটোসাংবাদিকতায় নিজের অবস্থানকে আরও দৃঢ় করার স্বপ্ন দেখেন বলে জানান।
নাহিদ মনে করেন, ফটোগ্রাফির সফলতা অর্জনে প্রচুর অনুশীলন জরুরি। প্রবীণদের কাজ দেখা এবং নিয়মিত নিজেকে উন্নত করার চেষ্টা নতুনদের জন্য গুরুত্বপূর্ণ। তার মতে, আর্থিক সীমাবদ্ধতা ফটোগ্রাফির পথে বাধা নয়; এই শিল্প থেকে আয় করেই অনেকে জীবিকা নির্বাহ করছেন। ভবিষ্যতে তিনি তার কাজের মাধ্যমে শুধু নিজেকে নয়, বাংলাদেশের ফটোগ্রাফি শিল্পকেও সমৃদ্ধ করবেন এমনটাই প্রত্যাশা করেন।
লেখক: শিক্ষার্থী, তিতুমীর কলেজ
কেএসকে/জেআইএম