ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

13 hours ago 2

রস্টন চেজের উইকেটটি নিয়েই উদযাপনে মাতলেন রিশাদ হোসেন। দিলেন শোকরানা সিজদা। এমন উচ্ছ্বাস তো খুব স্বাভাবিক। মিরপুরে ওয়েস্ট ইন্ডিরেজ বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাই প্রতিপক্ষকে চাপে রেখেছেন এই লেগস্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৫ উইকেটের সবকটিই শিকার করেছেন রিশাদ। এখন পর্যন্ত ৭ ওভার বল করে ২৫ রানে নিয়েছেন ৫ উইকেট।

যে কোনো ফরম্যাটে রিশাদের ক্যারিয়ারে এটিই প্রথম ফাইফার। ১১ ওয়ানডের ক্যারিয়ারে এর আগে সেরা বোলিং ছিল ৩৭ রানে ২ উইকেট শিকার।

টি-টোয়েন্টি খেলে ফেলেছেন ৫০টি। এখন পর্যন্ত ৩ উইকেটের বেশি পাননি। ফলে আজকের দিনটি রিশাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে নিঃসন্দেহে।

এমএমআর/জেআইএম

Read Entire Article