যে রাঁধে, সে চুলও বাঁধে; প্রবাদটি খেঁটে গেলো জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার ও কোচ আবু আহমেদ ফয়সালের বেলায়। বসুন্ধরা কিংসসহ পাঁচটি ক্লাবের ফুটবল দলকে কোচিং করানো ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল নিয়ে এখন নেপালের কাঠমান্ডুতে!
সোমবার কাঠমান্ডুতে শুরু হয়েছে টি-টোয়েন্টি নেপাল কাপ ক্রিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৮ দল অংশ নিচ্ছে নেপাল স্টুডেন্টস ইউনিয়ন (এনএসইউ) আয়োজিত এই টুর্নামেন্টে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দল ১৯৯৬ সালে এমন একটি টুর্নামেন্টে অংশ নিয়েছিল ভারতের কলকাতায়। আবু ফয়সাল তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলকতায় খেলেছিলেন নিজ প্রতিষ্ঠানের হয়ে। দীর্ঘদিন পর গত বছর ঢাকা বিশ্ববিদ্যায় রাশিয়ায় এমন একটি টুর্নামেন্টে দল পাঠিয়েছিল ব্যাডমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলেটিক ও সাঁতারে। প্রথমবারের মতো ক্রিকেট দল গেলো নেপালে।
আবু ফয়সাল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর। দায়িত্বে আছেন ক্রিকেটের ইনচার্জ হিসেবেও। ক্লাব ফুটবল ও জাতীয় দলের জার্সিতে মাঠ মাতালেও ফয়সাল ক্রিকেট খেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই অভিজ্ঞতাই তাকে বানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের কোচ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে। স্বাগতিক দেশের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে ৮ উইকেটে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১০৩ রান করে অলআউট হয়। জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান করে।
ফুটবলের ‘এ’ লাইসেন্সধারী কোচ আবু ফয়সাল ফুটবল দল পরিচালনা দারুণ উপভোগ করছেন। প্রথম ম্যাচ জয়ের পর কাঠমান্ডু থেকে আবু ফয়সাল উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘ফুটবলাররা সব খেলাই পারেন। ক্রিকেট কোচ হিসেবে আমি দারুণ উপভোগ করছি। ১৬ জন খেলোয়াড় নিয়ে আমরা এখানে এসেছি। ২৮ জানুয়ারি ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।’
আরআই/এমএইচ/এমএস