ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি রোধে ৫২টি কমিটি করার নির্দেশ

5 hours ago 5

নারী ক্রিকেটাররা যৌন হয়রানি নিয়ে মুখ খোলার পর তোলপাড় পুরো ক্রীড়াঙ্গনেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। এবার সরকার নির্দেশ দিয়েছে প্রতিটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে অভিযোগ গ্রহণের জন্য কমিটি গঠনের।

জাতীয় ক্রীড়া পরিষদ এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। যে প্রজ্ঞাপনে প্রতিটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে ৫ সদস্যের কমিটি গঠন করে ১৯ নভেম্বরের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিতে বলা হয়েছে।

পাঁচ সদস্যের কমিটিতে কমপক্ষে ৩ জন নারী সদস্য রাখার নির্দেশও দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিন।

২০০৯ সালের ৯ মে মহামান্য হাইকোর্ট ‘শিক্ষা প্রতিষ্ঠানে ও কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা’ জারি করেছিল। সেই আদেশ অনুযায়ীই জাতীয় ক্রীড়া পরিষদ তাদের অধিভুক্ত সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে এ নির্দেশনা দিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন ও অ্যাসোসিয়েশন এখন ৫২টি। এ ধরনের কমিটিকে হাস্যকর বলে উল্লেখ করেছেন কমনওয়েলথ ও এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার শারমিন রত্না।

রত্না বলেন, ‘হাস্যকর একটা সিদ্ধান্ত! ফেডারেশনের ঊর্ধ্বতন ও কর্মকর্তারাই যদি যৌন হয়রানিরে সাথে জড়িত থাকেন, তাহলে এই কমিটি কাজ করবে কিভাবে? এই কমিটির কাছে যে অ্যাথলেটই বিচার দেবেন, তাকেই তো মার্ক করা হবে! এটা অকার্যকর একটা পদক্ষেপ।’

আরআই/এমএমআর/জেআইএম

Read Entire Article