ক্লাব বিশ্বকাপকে ফুটবলের সবচেয়ে বাজে আইডিয়া বললেন ক্লপ!

2 months ago 7
ফুটবল বিশ্বে আবারও মুখ খুললেন ইয়র্গেন ক্লপ এবং এবার তার নিশানায় ফিফা ও নতুন করে ঢেলে সাজানো ক্লাব বিশ্বকাপ! সাবেক লিভারপুল কোচ কড়া ভাষায় এই টুর্নামেন্টকে আখ্যা দিলেন ‘ফুটবলের ইতিহাসে সবচেয়ে বাজে ধারণা’ হিসেবে। তার মতে, খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ অবহেলা করেই চলছে ফিফার এই বিতর্কিত পরিকল্পনা। ফিফার সমালোচনা করে ক্লপ বলেন, ‘তাদের কোনো ক্লাবের দৈনন্দিন বাস্তবতা বোঝার অভিজ্ঞতা নেই, তারাই সিদ্ধান্ত নিচ্ছে! টাকা অনেকেই দেখতে পারে, কিন্তু ফুটবলারদের কাঁধে পুরো বোঝা চাপিয়ে দেওয়া একেবারেই অন্যায়। ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্ট খেলোয়াড়দের জীবন নষ্ট করে দেবে।’ ক্লপের মূল আশঙ্কা, চোটের মহামারি। ‘আমি ভয় পাচ্ছি, এমন সব ইনজুরি দেখা যাবে যা ফুটবলাররা আগে কখনো পায়নি। হয় আগামী মৌসুমে, না হয় বিশ্বকাপে বা তার পরেই,’ বলেন ক্লপ। তিনি উদাহরণ দিলেন, যদি চেলসি বা ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যায়, তাহলে মাত্র এক মাসের বিরতির পরই শুরু হবে পরবর্তী মৌসুম- এই নিরবচ্ছিন্ন চাপ ফুটবলারদের ভেঙে ফেলবে।   ‘একজন এনবিএ খেলোয়াড় বছরে চার মাস বিশ্রাম পায়। ফন ডাইক তার পুরো ক্যারিয়ারে সেটা পায়নি।’ ২০২৫ সাল থেকে নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি ক্লাব। এর মধ্যে থাকছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা দলগুলো, পাশাপাশি ইনফান্তিনো ও ফিফার ‘বড় অর্থনৈতিক স্বপ্ন’। তবে ক্লপের মতে, এই স্বপ্নের পেছনে আছে বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে নেওয়া- যেখানে ক্লাব, খেলোয়াড় এবং ভক্ত- সবাই ভুগবে দীর্ঘমেয়াদে।
Read Entire Article