ক্লাব বিশ্বকাপে সহজ গ্রুপে মেসির মায়ামি, রিয়াল-সিটি কোন গ্রুপে?

2 weeks ago 11
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দল ইন্টার মায়ামি, চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা দলগুলোকে নিয়ে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি হবে যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হওয়া এই আসরটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে। ড্র-এর ফলাফল চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ গ্রুপ এইচে রয়েছে, যেখানে তাদের সঙ্গী আল হিলাল, পাচুয়া, ও সালজবুর্গ। রিয়ালের প্রথম ম্যাচ নেইমারের আল হিলালের বিপক্ষে। এরপর পাচুয়া এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে সালজবুর্গের বিপক্ষে। অন্যদিকে, লিওনেল মেসি নেতৃত্বাধীন ইন্টার মায়ামি গ্রুপ এ-তে রয়েছে। তারা প্রথম ম্যাচ খেলবে মিশরের আল আহলির বিপক্ষে, এরপর পর্তুগালের পোর্তো এবং ব্রাজিলের পালমেইরাসের সঙ্গে। শীর্ষ দল ও খেলোয়াড়দের সমাগম এই ৩২-দলের টুর্নামেন্টে ইউরোপ থেকে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), চেলসি এবং বুরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো অংশ নেবে। দক্ষিণ আমেরিকা থেকে থাকছে ফ্লামেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট এবং ফ্লুমিনেন্স। ম্যানচেস্টার সিটি গ্রুপ জি-তে রয়েছে, যেখানে তাদের সঙ্গী জুভেন্টাস, ওয়াইদাদ কাসাব্লাঙ্কা এবং আল আইন। সিটির প্রথম ম্যাচ ওয়াইদাদের বিপক্ষে। এরপর আল আইন এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে জুভেন্টাসের পিএসজি তাদের গ্রুপ পর্ব শুরু করবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, যেখানে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো খেলবে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে। মেসি ও ইন্টার মায়ামি ইন্টার মায়ামি মূলত টুর্নামেন্টে স্বাগতিক দলের মর্যাদায় অংশ নিচ্ছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে তাদের প্রথম ম্যাচ। মেজর লিগ সকার (এমএলএস) কমিশনার ডন গারবার বলেন, ‘এটি আমাদের লিগের প্রায় ৩০ বছরের উন্নয়নের প্রতিফলন। বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া সত্যিই রোমাঞ্চকর।’ টুর্নামেন্টের কাঠামো বিশ্বকাপের পুরোনো ফরম্যাটে এই টুর্নামেন্টটি হবে, যেখানে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হবে। প্রতি গ্রুপের সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে যাবে। গ্রুপসমূহ: গ্রুপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি। গ্রুপ বি: পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল। গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা। গ্রুপ ডি: ফ্লামেঙ্গো, এস্পেরান্স, চেলসি, লিওন। গ্রুপ ই: রিভার প্লেট, উরাওয়া, মন্টেরি, ইন্টার মিলান। গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বুরুশিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোডি সানডাউনস। গ্রুপ জি: ম্যান সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস। গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবুর্গ। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলেন, ‘এটি ফুটবল ঐক্যের এক উৎসব। বিশ্বের সেরা ক্লাব এবং খেলোয়াড়দের একত্রিত করার একটি দারুণ সুযোগ।’  OFFICIAL: CLUB WORLD CUP DRAW. pic.twitter.com/e8kC7JJupW— Madrid Xtra (@MadridXtra) December 5, 2024
Read Entire Article