প্যারিসের স্টাড রোল্যান্ড গ্যারোসের কোর্টে রোববার থেকে শুরু হয়েছে ফ্রেঞ্চ ওপেনের ১২৯তম আসর। এবারের আসরের প্রথম দিনের বিকালটাই যেন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। কেন না টেনিসে গেল ২০ বছর ধরে রাজত্ব করা ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালের জন্য এদিন সাজানো হয়েছিল বিদায়ী মঞ্চ। টেনিস কোর্ট থেকে নাদাল বিদায় নিয়েছিল গেল বছরই।
তবে তার কোনো আনুষ্ঠানিকতা হয়নি। সেটাই অনুষ্ঠিত হয়ে ফ্রঞ্চ ওপেনের... বিস্তারিত