ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের প্রতি বেলার খাবার চলমান রয়েছে : আমিনুল হক

3 months ago 42

চার দিনের ভারি বর্ষণে রাজধানীর পল্লবী রূপনগর থানার বেশ কিছু প্লাবিত এলাকায় চার দিন ধরে ৩ হাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রতি বেলায় রান্না করা খাবার বিতরণ চলমান রয়েছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তার নিজ নির্বাচনী এলাকা পল্লবীর রূপনগরের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার তিনি নিজে তুলে দিচ্ছেন।

রোববার (১ জুন) দুপুরে প্লাবিত বস্তিগুলো পরিদর্শনে আসেন আমিনুল হক। এ সময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে তাদের কথা শুনেন এবং সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা- ১৬ আসনের আওতাধীন বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত বস্তিগুলোর মধ্যে পল্লবী ২নং ওয়ার্ড বেগুনটিলা বস্তি, ৫নং ওয়ার্ড বাউনিয়াবাঁধ বস্তি, রূপনগর থানার ৯২নং ওয়ার্ড দোয়ারীপাড়া বস্তি ও আরামবাগ বস্তি, আঞ্চলিক ৬নং ওয়ার্ড ট ব্লক বস্তি ও চলন্তিকা বস্তির জন্য প্রতি বেলার খাবার সংশ্লিষ্ট বস্তির সামনেই আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে রান্না করা হচ্ছে।

খাবার বিতরণকালে আমিনুল হক বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দুর্ভোগ থাকবে, ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারগুলোকে সাহায্য-সহায়তা ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা এ সময়  বলেন, জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তার আদর্শে সেই পথেই আছি। মানুষের পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তরের সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ তার সঙ্গে ছিলেন।

Read Entire Article