‘বিএনপি দেশের ক্ষমতা নিতে চায় না, তারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে’ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বকশীগঞ্জ উপজেলা বিএনপির জনসভায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করবে। দেশের মানুষের সেবা করবে। দীর্ঘ ১৫ বছর যারা গুম-খুনের শিকার হয়েছে, জেল-জুলুমের শিকার হয়েছে এবং সর্বশেষ স্বৈরাচার পতনে জীবন দিয়েছে তাদের জন্য কাজ করবে বিএনপি।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, গত পনেরো বছরে বিএনপির সাতশো নেতাকর্মী গুম হয়েছে, হাজারো নেতাকর্মী খুন হয়েছে। গত জুলাই আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছে। অসংখ্য মামলা এখনো চলমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এখনো অনেক মামলা বিচারাধীন। লাখ লাখ নেতাকর্মী নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এসব থেকে উত্তরণের জন্য কাজ করতে হবে। এ কাজকে তারেক রহমান দায়িত্ব মনে করেন।
মঞ্চে বসা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেলের নাম উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সোহেলের ঠিকানায় লেখা যেতে পারে ঢাকা জেলা জজকোর্ট অথবা সিএমএম কোর্ট। কারণ সোহেলের নামে শেখ হাসিনার সরকার চারশো ৬০টি মামলা দিয়েছে। শেখ হাসিনার পতনের সময় নজরুল ইসলাম খান ও সোহেল একসঙ্গে জেলে ছিলেন বলে জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। বিএনপিকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। মানুষকে ভালোবেসে তাদের সমর্থন নিতে হবে। জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা নয়, দায়িত্ব নিতে হবে।
এসময় তিনি বলেন, গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয়নি, কেবল যাত্রা শুরু হয়েছে। ১৫ বছর গণতন্ত্র ছিল না, যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে তারপর গণতন্ত্র আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা কয়েকদিন আগে একটা ভার্চুয়াল সভায় বলেছেন, তিনি কী এমন করেছেন যে কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে!
সোহেল বলেন, শেখ হাসিনা আপনি কেন দেশ ছেড়েছেন আপনার প্রশ্নের উত্তর দেবে চট্টগ্রামের ছাত্রদল নেতা নুরুলের শিশু, আপনি কেন দেশ ছেড়েছেন সে প্রশ্নের উত্তর দেবে বিএনপির নিহত প্রত্যেক নেতাকর্মীর সন্তান। আপনার প্রশ্নের উত্তর দেবে জুলাই আগস্টে নিহতদের পরিবারের সদস্যরা।
সোহেল আরও বলেন, বিডিআর বিদ্রোহের নামে ৫৭ মেধাবী সেনা কর্মকর্তার মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনার ফাঁসি না হলে কার ফাঁসি হওয়া উচিত?
আপনি আপনার বাবা-মা ভাইয়ের হত্যার বিচার করেছেন, সেটা যেমন সঠিক তেমনি হাজার হাজার মানুষের যাদের জীবন আপনি নিয়েছেন তাদের পরিবারের সদস্যদের কি ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে না?
বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির আরেক যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা নিলুফার চৌধুরী মনি, জামালপুর জেলা বিএনপির সভাপতি শামীম আহমেদ তালুকদারসহ কেন্দ্রীয় বিএনপি ও জেলার অন্য নেতারা।