ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

2 weeks ago 14

অভিনেতা স্বাধীন খসরু নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেশের এক নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর ভাষার একটি ভিডিও পোস্ট করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার ওই ভিডিও ভাইরাল হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রকাশিত তার এমন বক্তব্যে নেটিজেনদের পাশাপাশি নাট্যাঙ্গনের অনেকেই বিষয়টি মেনে নিতে পারছেন না। তাদের মতে, একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের অশালীন মন্তব্য কখনোই কাম্য নয়; বরং শিল্পীরা সমাজের জন্য ইতিবাচক বার্তা দেবেন, সেটিই প্রত্যাশিত।

এবার বিষয়টি নিয়ে স্বাধীন খসরু ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি তার অনুশোচনা প্রকাশ করে লিখেছেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা, সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েক দিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র!
তাতে যদি কেউ মনঃকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

অভিনেতা স্বাধীন খসরু বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন। স্থায়ীভাবে বসবাস করছেন দেশের বাইরে।

Read Entire Article