ক্ষুদে ফুটবলার জিসানকে তারেক রহমানের উপহার

6 hours ago 4
কিশোরগঞ্জের কটিয়াদীতে ক্ষুদে ফুটবলার শফিকুল ইসলাম জিসানের বাড়িতে উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের পরিবারের কাছে তারেক রহমানের উপহার ক্রীড়াসামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।  তারেক রহমানের উপহার পেয়ে এবং ভবিষ্যৎ ফুটবলার হওয়ার দায়িত্ব নেওয়ার ঘোষণায় খুবই উৎফুল্ল হয় জিসান। সে চরঝাকালিয়া মডেল সরকারি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র এবং জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের অটোরিকশা চালক জজ মিয়ার ছেলে।  উপহার নিয়ে আসা আমিনুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জিসানের ফুটবল খেলার ভিডিও দেখে মুগ্ধ হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিসানের পড়াশোনা ও খেলাধুলার সকল দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।  এ সময় জিসানের বাড়িতে উপস্থিত ছিলেন- কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা যুব দলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুব দলের আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান উবায়দুর ও উপজেলা ছাত্রদলের সভাপতি তশরিফুল হাছিব, ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হিমেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।  জিসান বলেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। তিনি আমার স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন। আমার স্বপ্ন পূরণ হলে একদিন দেশসেরা খেলোয়ার হয়ে সুনাম বয়ে আনতে পারব আশা করি। আমি সকলের নিকট দোয়া চাই।
Read Entire Article