ক্ষোভে বলিউড ছাড়ার ঘোষণা অনুরাগ কাশ্যপের

2 days ago 8

বলিউডের মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপ। নির্মাণ দিয়ে আলোচনায় থাকা এই নির্মাতা পছন্দ করেন খোলামেলা কথা বলতে। এবার তিনি জানালেন কাজ করবেন না আর বি-টাউনে। খবর : বলিউড হাঙ্গামা

বলিউড ছাড়ার বিষয়ে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন অনুরাগ। পাশাপাশি জানিয়েছেন বলিউড ত্যাগ করার বেশ কিছু কারণও।

অনুরাগ বলেন, ‘বলিউডে এখন আর সৃজনশীলতার কোনো জায়গা নেই। সবকিছুই অর্থের দিকে চলে গেছে। চলচ্চিত্রের খরচ বেড়ে যাওয়ায় এখন সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। কোনো সিনেমা নির্মাণের আগে থেকেই চিন্তা থাকে কিভাবে তা বিক্রি করা যাবে। আর এই চাপের মধ্যে সৃজনশীলতা হারিয়ে যায়। তাই বলিউড ছেড়ে আমি দক্ষিণী সিনেমায় নিয়মিত হতে চাই। কারণ সেখানে এমন পরিবেশ আছে যেখানে সৃজনশীলতার সুযোগ বেশি।’

এ সময় তিনি আরও জানান, বলিউডে এখন আর কেউ অভিনয় করতে চায় না, সবাই স্টার হতে চায়।

অনুরাগ শুধু নির্মাণই নয়, করেন ভালো অভিনয়ও। তার বলিউড ছাড়ার এমন ঘোষণা অনেককেই অবাক করেছে।

Read Entire Article