খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান ও এস এম বাহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে পাইকগাছা থানায় আনা হয়। এর আগে বুধবার (২৭ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পাইকগাছা থানায় তার নামে একটি মামলা রয়েছে।
জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বাহারুল ইসলাম পরিবার নিয়ে এলাকা ছাড়ে। ওই দিন তার বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এলাকায় তার বিরুদ্ধে জমি, ঘের দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ অপকর্মের নানা অভিযোগ রয়েছে।
কয়রা উপজেলার আগড়ঘাটা এলাকায় ট্রলারে হামলা সংক্রান্ত এক মামলায় বাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পাইকগাছা থানা।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, বাহারুল ইসলামকে বৃহস্পতিবার সকালে থানায় আনা হয়েছে। কয়রা উপজেলার আগড়ঘাটা এলাকায় ট্রলারে হামলার অভিযোগে গত ২৬ আগস্ট ফসিয়ার রহমান নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এএইচ/জেআইএম