কয়রায় শিকলে বাঁধা মরদেহ উদ্ধার 

2 months ago 80
খুলনার কয়রায় নদীর চর থেকে গলায় শিকল বাঁধা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের নাম আব্দুল মজিদ সানা (৬০)। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে পথচারীরা কয়রা চাঁদআলী সেতুর পাশে নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, চাঁদআলি সেতুর নিচে একটি বাঁশের খুটির সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করেন। ওই ব্যক্তি কয়রা উপজেলার নারানপুর গ্রামের মনজেল সানার ছেলে। বৃদ্ধের ছেলে সাইদ সানা বলেন, সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ঘরে ফেরেননি তার বাবা। সকালে জানতে পারেন তার বাবার মরদেহটি নদীর চরে পাওয়া গেছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
Read Entire Article