কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান

2 months ago 39

উত্তর-পশ্চিমাঞ্চলের সালমাস সীমান্ত অতিক্রম করা কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ইরান। শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ এই তথ্য জানায়। খবর সিএনএনের।

সংবাদমাধ্যমটি জানায়, ইসলামিক যোদ্ধারা ইসরায়েলের পাঠানো ড্রোনগুলোকে ভূপাতিত করতে সফল হয়েছে। এ ড্রোনগুলো ইরানের সীমান্ত লঙ্ঘন করেছিল। তবে, এ ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

শুক্রবার ভোরে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েল। সেই হামলায় ড্রোন ছিল অন্যতম প্রধান অস্ত্র।

ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানান, এই অভিযানের আগে ইরানের অভ্যন্তরে তারা একটি ঘাঁটি তৈরি করেছিল। সেখান থেকেই বিস্ফোরক বোঝাই ড্রোন ছোড়া হয়। এ ড্রোনগুলো মূলত তেহরানের আশপাশে অবস্থিত ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয়।
 

Read Entire Article