খতমে নবুওয়তের মহাসম্মেলন সফল করতে মুন্সীগঞ্জে উলামায়ে কেরামের মতবিনিময় সভা 

9 hours ago 6

আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলন সফল করতে মুন্সীগঞ্জে উলামায়ে কেরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দেওভোগস্থ জামিয়া আজিজিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসার মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়েছে। 

আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জামিয়া আজিজিয়া দারুল উলুম দেওভোগ বড় মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি নিসার আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথি আল্লামা মুহিউদ্দীন রাব্বানী তার বক্তব্যে বলেন, ‘খতমে নবুওয়ত মুসলমানদের ঈমানের মূল ভিত্তি। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পরেও নবুওয়তের দাবিদারকে মানে, তারা ইসলামের মৌল আকিদা অস্বীকার করে। কুরআন-সুন্নাহর সুস্পষ্ট দলিলের ভিত্তিতে তারা ইসলামের পরিধির বাইরে। তাই আহমদিয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা অত্যন্ত জরুরি। এটি কেবল ধর্মীয় দাবি নয়, বরং দেশের মুসলিম সমাজের ঈমান ও আকিদা রক্ষার দাবি।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করতে দেশের প্রতিটি মুসলমানকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। এটি হবে ঈমান ও আকিদা সংরক্ষণের এক ঐতিহাসিক সমাবেশ।’

সভায় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা শামসুল আলম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ফয়জুর রহমানসহ অন্যান্য ওলামায়ে কেরাম। 

Read Entire Article