খতমে নবুওয়াত রক্ষায় ঢাকায় আন্তর্জাতিক মহাসমাবেশ ১৫ নভেম্বর 

3 hours ago 3
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খিলগাঁওয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে মূল দাবি হিসেবে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার বিষয়টি উত্থাপন করা হবে। সভা থেকে দেশের সর্বস্তরের তৌহিদি জনতা ও সংগঠনের নেতাকর্মীদের আসন্ন মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এ সময় মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানি, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি বশির উল্লাহ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি কেফায়াতুল্লাহ আজহারি, মাওলানা আব্দুল কাইয়ুম লালবাগ, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মুফতি কামাল উদ্দিন, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা নুর মোহাম্মদ আজিজী, মাওলানা ফয়সাল আহমদ, মুফতি মাহবুবুল আলম, মাওলানা সুলতান আহমদ জাফর, মাওলানা আনোয়ার হোসাইন রাজি, মাওলানা নজরুল ইসলাম মিরপুর, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা জোবায়ের দুদক মসজিদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা ইব্রাহিম খলিল কাউসারী প্রমুখ উপস্থিত ছিলেন।
Read Entire Article