জাকসু নির্বাচনে জিতুর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এ নির্বাচনে ভিপিপ্রার্থী আব্দুর রহমান জিতুর পাশে দাড়িয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। তার নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের সরব উপস্থিতি দেখা মিলেছে। এছাড়া আওয়ামীপন্থি শিক্ষকরা তার পক্ষে একাট্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত কয়েক দিনের জিতুর প্রচারণায় একাধিক নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে দেখা গেছে। এর মধ্যে রয়েছেন ভাসানী হলে ছাত্রলীগের ব্লকে থাকা আমিনুর শাওন, আল বেরুণী হলের সাবেক ছাত্রলীগ কর্মী রবিউল সানী ও তানজিম শাহরিয়ার মাহিন, শেখ মুজিব হলের সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজল আহমেদ, আমিনুল হক ইমনসহ আরও অনেকে।
অন্যদিকে জিতুর প্যানেলে জায়গা পেয়েছে সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জান্নাতুল ফিরদাউস আনজুম এবং সাবেক হল ক্যান্ডিডেট আলভি নিতুল। এছাড়া অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা শেখ মুজিব হলের নাম মুছে দিলে সেই নাম ফিরে পাওয়ার দাবি জানানো তানজিদ রিচও তার প্যানেলে জায়গা পেয়েছেন।
এদিকে জুলাই হামলায় জড়িত থাকার অভিযোগে জাবিতে শিক্ষকদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। যেখানে অভিযুক্ত রয়েছেন একাধিক আওয়ামীপন্থি শিক্ষক। আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে বিভেদ থাকলেও জিতু সমর্থন দেওয়ায় তারা একাট্টা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জিতুর ব্যবহৃত ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি। এছাড়া তার মন্তব্য জানতে হোয়াটসঅ্যাপে টেক্সট করা হলেও তিনি কোনো উত্তর দেননি।