খাওয়ার পর যে দোয়ায় গুনাহ মাফ হয়

1 day ago 4

আল্লাহর স্মরণ ও দোয়া মুমিনের জীবনের সার্বক্ষণিক আমল। মুমিনের জীবনের কোনো অংশ বা কাজই আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা সমীচীন নয়। খাওয়া আমাদের প্রতিদিনের রুটিনের অপরিহার্য অংশ। বেঁচে থাকার জন্য প্রতিদিন বেশ কয়েক বার আমাদের খাবার খেতে হয়। খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা ও তার নেয়ামতের শোকর আদায় করা আমাদের কর্তব্য। আল্লাহর স্মরণে সিক্ত হলে আমাদের খাবার যেমন বরকতময় হতে পারে, পাশাপাশি খাওয়াও ইবাদত হয়ে উঠতে পারে। রাসুল (সা.) বলেছেন, একজন মুসলিম তার সব কাজে সওয়াবের অধিকারী হয়, এমনকি খাবারের যে লোকমা সে খায় তাতেও সে সওয়াব পায়। (মুসনাদে আহমদ: ১৫৩১)

খাবারের অপরিহার্য দোয়া হলো, শুরুতে ‘বিসমিল্লাহ’ বলে আল্লাহর নামে খাওয়া শুরু করা। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অর্থাৎ ‘পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি’ বলতে পারেন অথবা বলতে পারেন ‘বিসমিল্লিাহি ওয়া আলা বারাকাতিল্লাহ’ অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর খাওয়া শুরু করছি।’

রাসুল (সা.) বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। (সহিহ মুসলিম: ৫৩৭৬) তাই ‘বিসমিল্লাহ’ যেন কোনোভাবেই ছুটে না যায় সেদিকে বিশেষ মনোযোগ থাকা দরকার। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়ে খাওয়ার মাঝখানে মনে হলে বলুন, ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু’ অর্থাৎ ‘এর শুরু ও শেষ আল্লাহর নামে।’

খাওয়ার পর আল্লাহর শোকর আদায় করে এ দোয়াটি পড়তে পারেন:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আত্বআমানী হাযাত-তআমা ওয়ারাযাকানীহি মিন গয়রি হাওলিম মিন্নী ওয়ালা ক্যুওয়াহ

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে এ খাবার খাইয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি তা আমাকে দান করেছেন।

মুআজ ইবনে আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি খাবার খাওয়ার পর এ দোয়া পড়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। (সুনানে তিরমিজি: ৩৪৫৮)

খাওয়ার পর দস্তরখানা ওঠানোর সময় পড়ুন,

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مُودَعٍ وَلا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
উচ্চারণ: আলহামদু লিল্লাহি হামদান কাসীরান তায়্যিবান মুবারাকান ফীহি গায়রা মুওয়াদ্দায়িন ওয়া লা মুসতাগনান আনহু রাব্বানা।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমন প্রশংসা যা অফুরন্ত, পবিত্র ও কল্যাণময়, এমন প্রশংসা যা বর্জন করা যায় না কিংবা তা থেকে অমুখাপেক্ষী থাকা যায় না হে আমাদের রব।

আবু উমামা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দস্তরখানা ওঠানোর সময় এ দোয়াটি পাঠ করতেন। (সুনানে তিরমিজি: ১৪১)

ওএফএফ/এএসএম

Read Entire Article