খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকাল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ ও অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, 'সীমান্ত এবং পার্বত্য জেলা হিসেবে খাগড়াছড়িতে সকল ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে পুলিশ কাজ করবে। গুজব প্রচারকারী এবং বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করা হবে। খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা পুলিশকে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সহ-সভাপতি

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকাল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ ও অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, 'সীমান্ত এবং পার্বত্য জেলা হিসেবে খাগড়াছড়িতে সকল ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে পুলিশ কাজ করবে। গুজব প্রচারকারী এবং বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করা হবে। খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা পুলিশকে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow