খাগড়াছড়িতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা 

1 month ago 29

খাগড়াছড়িতে ঘরে ঢুকে চুমকি রানী দাশ (৫০) নামে এক নারীকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে খাগড়াছড়ি পৌর শহরের অর্পণা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চুমকি রানী দাশ শহরের অর্পণা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা তপন কান্তি দাশের স্ত্রী।

ঘটনার পর খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম ও খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, গুরুতর আহত অবস্থায় চুমকি রানী দাশকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত নারীর গলার হার, কানের দুল দুবৃর্ত্তরা নিয়ে গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে বলেও জানান তিনি।

Read Entire Article