খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়ে মো. আরিফ নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যটিলায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যটিলায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে এমন খবরে মধ্যরাতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর ৬খ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

কাজী শামীম বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও হুমকির কারণ। এভাবে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার ফলে পাহাড়ধসের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ধসের কারণে জীবন ও সম্পদের ক্ষতিসাধন হচ্ছে। এতে অনেক সময় প্রাণহানিও হচ্ছে।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
এমআরভি/কেএইচকে/জেআইএম

                        6 hours ago
                        6
                    








                        English (US)  ·