খাগড়াছড়িতে লাকড়ি তুলতে গিয়ে নদীতে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

3 months ago 9

খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীতে লাকড়ি তুলতে গিয়ে পানির প্রবল স্রোতে তড়িৎ চাকমা (৫৫) নামে এক ব্যক্তি তলিয়ে গেছে। শুক্রবার (৩০ মে) সকালের দিকে নদীর বাবুছড়া অংশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তড়িৎ চাকমা কেতুচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা নন্দলাল চাকমার ছেলে।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কেতুচন্দ্র কারবারি পাড়ার বাসিন্দা তড়িৎ চাকমা মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে যান। এসময় তিনি প্রবল স্রোতে ভেসে যান। তাকে উদ্ধার করার জন্য স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও নদীতে প্রচুর পানি ও প্রবল স্রোত। স্থানীয়রা দুটি দেশীয় নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি রওনা হয়েছে। তারা বাবুছড়ায় পৌঁছানোর পর উদ্ধার তৎপরতা শুরু করবে।

এমএন/এএসএম

Read Entire Article