খালে পড়ে ছিল অজ্ঞাত তরুণীর মরদেহ

4 months ago 44

পটুয়াখালীর কলাপাড়ায় একটি খাল থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টায় পৌরশহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জীন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের মুখ ও শরীরের বিভিন্ন স্থান পোকায় খেয়ে ফেলায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা খালের মধ্যে ময়লা ফেলতে গিয়ে মরদেহটি দেখতে পায়। তরুণীর শরীরে লাল এবং খয়েরি রঙের জামা ছিল। এ ছাড়া ওই খালে জোয়ার ভাটার পানি প্রবাহমান না থাকায় দুর্বৃত্তরা তরুণীকে হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা স্থানীয়দের। এদিকে মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অসংখ্য মানুষ। কিন্তু মরদেহে পচন ধরায় গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article