খালে ফেলে শিশুকে হত্যা, পরকীয়া প্রেমিকসহ গ্রেফতার ৪

3 months ago 52

কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে ২২ দিনের শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, ওই এলাকার সেরেবুল ইসলাম (২৮), তার মা মিতা খাতুন (২৫), চাচা সাইদুল ইসলাম (৫০) ও ভাবি চাঁদনি খাতুন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটমাস আগে জেলার খলিসাকুন্ডি এলাকায় রাজু নামের এক ছেলের সঙ্গে মিতা খাতুনের বিবাহ সম্পন্ন হয়। কয়েকদিন আগে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। বাচ্চাটি নিয়ে রাজু ও মিতার ঝগড়া লেগে থাকে। একপর্যায়ে মিতা শিশুটি নিয়ে মায়ের বাড়ি চলে যায়। মিতা বাড়িতে আসলে বাচ্চাটির বাবা কে এ নিয়ে পরকীয়া প্রেমিক সেরেবুলের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে মিতা ও সেরেবুল বাচ্চাটিকে হত্যার সিদ্ধান্ত নেয়।

খালে ফেলে শিশুকে হত্যা, পরকীয়া প্রেমিকসহ গ্রেফতার ৪

রোববার শিশুটিকে হত্যা করে তারা পাশের বরিশাল খালে ফেলে দেয়। এ ঘটনায় সেরেবুলের বাবা ও তার ভাবি সহায়তা করে। পরে তারা অপপ্রচার করতে থাকে খলিসাকুন্ডি থেকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছে। একইদিন রাতে মিতা খাতুন মিরপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তাৎক্ষণিক মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ বাচ্চার মাকে একাধিকবার জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

Read Entire Article