খালে মিললো থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট

2 weeks ago 16

নোয়াখালীর চাটখিলে খাল থেকে চাইনিজ রাইফেলের ৬১২ গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার গুলিগুলো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত অস্ত্রের।

রোববার (৮ ডিসেম্বর) চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টবগা গ্রামের খামার বাড়ি সংলগ্ন খাল থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

গুলির সঙ্গে একটি চায়না রাইফেলের ম্যাগাজিন, পুলিশের ওয়াকিটকি সেটের একটি ব্যাটারি ও বুলেটের একটি খালি বক্স উদ্ধারও উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে স্থানীয় কিশোর জিসান (১৪) বুলেটগুলো দেখে একটি বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি সে বাড়ির লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়।

jagonews24

দশানী টবগা গ্রামের বাসিন্দা আজহারুল ইসলাম সুমন (৪৫) জাগো নিউজকে বলেন, বক্সভর্তি অসংখ্য গুলি দেখে পুলিশকে জানানোর পর নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরীসহ পুলিশের একটি দল এসে ম্যাগাজিন, ব্যাটারিসহ ৬১২টি বুলেট উদ্ধার করে নিয়ে যায়।

ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ৫ আগস্ট বিকেলে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সোনাইমুড়ীতে দুই পুলিশসহ আটজনে মৃত্যু হয়।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

Read Entire Article