বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের সকল শাখায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত কমিটি।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব কেন্দ্রীয়ভাবে রাজধানীর মগবাজারে গুলফেসা ভবনের কনফারেন্স রুমে ড্যাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও নবনির্বাচিত মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ফ্যাসিবাদ আমলে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু দেশবাসীর দোয়া ও মহান আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো সুস্থ আছেন। আমরা সবসময় তার সুস্বাস্থ্য কামনা করছি। ড্যাবের নবনির্বাচিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডা. ডোনার।