খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল

2 hours ago 1

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীর মজুমদার বাড়িতে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ার ছোট ভাই জাহিদ হোসেন মজুমদারের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বিএনপির ফুলগাজী উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, ফুলগাজী উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি শামীম হোসেন মজুমদার, জাহির হোসেন মজুমদার আসিফ প্রমুখ।

এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফুলগাজী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার। পরে দক্ষিণ শ্রীপুর এসকান্দারিয়া মাদ্রাসা ও হাফেজিখানার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Read Entire Article