খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নিকডু শিক্ষক সমিতির দোয়া মাহফিল
বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) শিক্ষক সমিতির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর রাজধানীর শেরেবাংলা নগরে নিকডু মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুতে যৌথভাবে সাত দিনের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছিল নিকডু শিক্ষক সমিতি এবং জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা, যা ধারাবাহিকভাবে পালিত হয়। মঙ্গলবার নিকডু মসজিদে এই কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পূর্বঘোষিত সেই কর্মসূচি সমাপ্ত হলো। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. মশিউর আরেফিন রুবেল, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার মো. কবির হাসান (পল্লব), কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. শাহনেওয়াজ দেওয়ান, সিনিয়র সহসভাপতি ডা. কবির আলম, সহসভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদ আনোয়ার, অধ্যাপক ডা. মো. শওকত আলম, অধ্যাপক ডা. আ ন ম এহসানুল করিম, সহযোগী অধ্যাপক ডা. আবু সাঈদ মো. মোরশেদ, সহযোগী অধ্যাপক নজরুল
বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) শিক্ষক সমিতির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর রাজধানীর শেরেবাংলা নগরে নিকডু মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুতে যৌথভাবে সাত দিনের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছিল নিকডু শিক্ষক সমিতি এবং জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা, যা ধারাবাহিকভাবে পালিত হয়। মঙ্গলবার নিকডু মসজিদে এই কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পূর্বঘোষিত সেই কর্মসূচি সমাপ্ত হলো।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. মশিউর আরেফিন রুবেল, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার মো. কবির হাসান (পল্লব), কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. শাহনেওয়াজ দেওয়ান, সিনিয়র সহসভাপতি ডা. কবির আলম, সহসভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদ আনোয়ার, অধ্যাপক ডা. মো. শওকত আলম, অধ্যাপক ডা. আ ন ম এহসানুল করিম, সহযোগী অধ্যাপক ডা. আবু সাঈদ মো. মোরশেদ, সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম মৃধা, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক, আবাসিক সার্জন ডা. মো. সানাউল্লাহ (সানু), আবাসিক চিকিৎসক ডা. মো. রাশেদুল ইসলাম, রেজিস্টার ডা. আলিম আল রাজিসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
দোয়া মাহফিল শেষে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের মাদ্রাসা ও এতিমখানায় প্রায় চারশ দুস্থ শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
What's Your Reaction?