খালেদা জিয়ার সহায়তায় অনেক মন্দির উদ্ধার হয়েছে : অপর্ণা রায়

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস বলেছেন, বেগম খালেদা জিয়া অন্য রাজনীতিবিদদের মতো শুধু চটকদার কথা কখনো বলেননি। তিনি কাজ করে গেছেন দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। তার উজ্জ্বল দৃষ্টান্ত রমনা কালীমন্দির। শুধু এই রমনা কালীমন্দির নয়, বাংলাদেশের যে কোনো মন্দিরেই যখন কোনো ঝামেলা হয়েছে, বেগম জিয়ার নজরে বা গোচরে আসার সঙ্গে সঙ্গেই তিনি সেটা উদ্ধারে কাজ করে গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে মন্দির ও আশ্রম কমিটি আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। রমনা কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি অপর্ণা রায় বলেন, বেগম জিয়ার মৃত্যু এক দুষ্টু ডাকিনীর দীর্ঘ পরিকল্পনার ফলে হয়েছে। এর বিচার এ দেশের জনগণ করবে। প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, ট্রাস্টি ও পূজা

খালেদা জিয়ার সহায়তায় অনেক মন্দির উদ্ধার হয়েছে : অপর্ণা রায়
বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস বলেছেন, বেগম খালেদা জিয়া অন্য রাজনীতিবিদদের মতো শুধু চটকদার কথা কখনো বলেননি। তিনি কাজ করে গেছেন দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। তার উজ্জ্বল দৃষ্টান্ত রমনা কালীমন্দির। শুধু এই রমনা কালীমন্দির নয়, বাংলাদেশের যে কোনো মন্দিরেই যখন কোনো ঝামেলা হয়েছে, বেগম জিয়ার নজরে বা গোচরে আসার সঙ্গে সঙ্গেই তিনি সেটা উদ্ধারে কাজ করে গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে মন্দির ও আশ্রম কমিটি আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। রমনা কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি অপর্ণা রায় বলেন, বেগম জিয়ার মৃত্যু এক দুষ্টু ডাকিনীর দীর্ঘ পরিকল্পনার ফলে হয়েছে। এর বিচার এ দেশের জনগণ করবে। প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, ট্রাস্টি ও পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, ফ্রন্টের নেতা গৌরাঙ্গ সমাদ্দার, গৌতম মিত্র, উত্তম সরকার, সুভাষ দাস, তন্ময় সাহা, সীমান্ত দাস, সমীর সরকার, পরান সাহা, মৃন্ময় দাস, জয়ন্ত কুমার দাস, সুবীর দত্ত, মনি শংকর রায়, অর্পণ বড়াল, দেবী সাহা, কাকলি সাহা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow