খালেদা জিয়া অসুস্থ, আ.লীগকে জবাবদিহি করতে হবে: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে থাকাকালীন পর্যাপ্ত চিকিৎসা পাননি। তিনি বলেন, “যে মানুষটি সুস্থভাবে পায়ে হেঁটে কারাগারে গিয়েছিল, আজ কেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে? আমরা সন্দেহ করি, কারাগারে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে।” রুমিন ফারহানা আরও প্রশ্ন তোলেন, খালেদা জিয়ার অবনতির পেছনে কোনো জটিল কারণ বা সুনির্দিষ্ট কৃতকর্ম আছে কিনা তা জনসাধারণের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকায় (সরাইল-আশুগঞ্জ) আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।  রুমিন ফারহানা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কোনো দিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সেসময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম। সেস

খালেদা জিয়া অসুস্থ, আ.লীগকে জবাবদিহি করতে হবে: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে থাকাকালীন পর্যাপ্ত চিকিৎসা পাননি। তিনি বলেন, “যে মানুষটি সুস্থভাবে পায়ে হেঁটে কারাগারে গিয়েছিল, আজ কেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে? আমরা সন্দেহ করি, কারাগারে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে।”

রুমিন ফারহানা আরও প্রশ্ন তোলেন, খালেদা জিয়ার অবনতির পেছনে কোনো জটিল কারণ বা সুনির্দিষ্ট কৃতকর্ম আছে কিনা তা জনসাধারণের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকায় (সরাইল-আশুগঞ্জ) আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। 

রুমিন ফারহানা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কোনো দিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সেসময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম। সেসময় খালেদা জিয়াকে এত অসুস্থ দেখিনি।

তিনি বলেন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন। সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দল ও দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow