‘খালেদা জিয়া ফের গণতন্ত্রের হাল ধরবেন’

2 hours ago 7

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে ফের গণতন্ত্রের হাল ধরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতারা।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজ শেষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক দোয়া মাহফিলে বক্তরা এমন আশাবাদ ব্যক্ত করেন। খালেদা জিয়ার রোগ মুক্তি ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, শহীদ রাষ্ট্রপতির জিয়ার রহমানের জন্মবার্ষিকী এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করেছি। এ ছাড়া অচিরেই যেন আমাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্রের হাল ধরেন সেই প্রত্যাশা কামনা করি।’

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে আরও উপস্তিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তৈমুশ আলী, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, তায়রা চৌধুরী পাভেল, আজিম উদ্দিন, খায়রুল হাসান চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মোহাম্মদ সাদেক। এ ছাড়া ইস্ট লন্ডন সেচ্চাসেবক দলের সভাপতি আকমল আহমেদ ও যুক্তরাজ্য সেচ্চাসেবকদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশও ছিলেন।

যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক বেধন আহমেদ, যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের সদস্য মামুন আহমেদ, শাহরিয়ার সৌরভ, জুয়েল আহমেদ, পায়েল আহমেদ, এমরান আহমেদ, মামুন আহমেদ, মাসুম আহমেদ, আব্দুল মুকিত, রুহুল ইসলাম, দিলোয়ার হোসেন দিদার, সাঈদ আহমেদ, সুমন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Read Entire Article