খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা : শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মাহবুবুর রহমান শামীম বলেন, সারা দেশের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছে। নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আমরা লাগাতার আন্দোলন করেছি, তবুও বিগত সরকার কর্ণপাত করেনি। আজ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও তার সুস্থতার জন্য দোয়া করছেন ও খোঁজখবর নিচ্ছেন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি, যেন তিনি আবারও আমাদের নেতৃত্ব দিতে পারেন। সভায় কৃষক দলের হাতিয়া উপজেলা আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলাম হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসউদুর রহমান বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, জ

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা : শামীম
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মাহবুবুর রহমান শামীম বলেন, সারা দেশের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছে। নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আমরা লাগাতার আন্দোলন করেছি, তবুও বিগত সরকার কর্ণপাত করেনি। আজ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও তার সুস্থতার জন্য দোয়া করছেন ও খোঁজখবর নিচ্ছেন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি, যেন তিনি আবারও আমাদের নেতৃত্ব দিতে পারেন। সভায় কৃষক দলের হাতিয়া উপজেলা আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলাম হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসউদুর রহমান বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোসলে উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তছলিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, খালেদা জিয়ার রোগমুক্তিতে সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তারা হাতিয়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow