খালেদা জিয়ার আরোগ্য কামনায় শ্রীনগরে দোয়া মাহফিল

16 hours ago 8
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল এবং বিজয় দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাড়িগাঁও এলাকায় আটপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক দলের আয়োজনে এ দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। অনুষ্ঠানে মীর সরফত আলী সপু বলেন, সম্মান দেওয়া ও নেওয়ার মালিক আল্লাহ।  শেখ হাসিনা তার অপকর্মের সীমা লঙ্ঘন করেছে তাই তিনি এ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন,  বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় দিতে চাচ্ছে না। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা আলামগীর আলাম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি শকিক মোড়ল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়াসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। দোয়া মাহফিলের পরে ২ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Read Entire Article