খালেদা জিয়ার জানাজা-দাফন বিষয়ে সবশেষ যা জানালেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকার থেকে জাতিকে অবহিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভায় অংশ নেওয়ার পর সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার আমাদের ডেকেছিল ক্যাবিনেট মিটিংয়ে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিস্তারিত জানাবেন। এছাড়া প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। যেহেতু এটি সরকারের বৈঠক ছিল, তাই তারাই সব আনুষ্ঠানিকভাবে জানাবে।” তিনি আরও বলেন, “আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় বিষয়গুলো আমরা সকালেই জানিয়েছি। আজ সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক রয়েছে। সেখানে সব বিষয় চূড়ান্ত করে আমরা আপনাদের জানাবো। এ ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।” শেষে তিনি বলেন, “আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।” উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। তার

খালেদা জিয়ার জানাজা-দাফন বিষয়ে সবশেষ যা জানালেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকার থেকে জাতিকে অবহিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভায় অংশ নেওয়ার পর সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার আমাদের ডেকেছিল ক্যাবিনেট মিটিংয়ে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিস্তারিত জানাবেন। এছাড়া প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। যেহেতু এটি সরকারের বৈঠক ছিল, তাই তারাই সব আনুষ্ঠানিকভাবে জানাবে।”

তিনি আরও বলেন, “আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় বিষয়গুলো আমরা সকালেই জানিয়েছি। আজ সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক রয়েছে। সেখানে সব বিষয় চূড়ান্ত করে আমরা আপনাদের জানাবো। এ ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

শেষে তিনি বলেন, “আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। তার জানাজা ও দাফন ঘিরে জাতীয় পর্যায়ে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow