খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ 

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানী ঢাকার সাততলা বস্তিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব নাজিমুদ্দিন আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সাইদুল হক। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ডা. সাইদুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের রূহের মাগফিরাত কামনায় এই শীতবস্ত্র বিতরণ একটি ক্ষুদ্র মানবিক প্রয়াস মাত্র। অনুষ্ঠানে নাজিমুদ্দিন আলম বলেন, দেশের শীতপ্রবণ সময়ে বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাজের বিত্তবান ও রাজনৈতিক ন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ 


মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানী ঢাকার সাততলা বস্তিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব নাজিমুদ্দিন আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সাইদুল হক।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ডা. সাইদুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের রূহের মাগফিরাত কামনায় এই শীতবস্ত্র বিতরণ একটি ক্ষুদ্র মানবিক প্রয়াস মাত্র।

অনুষ্ঠানে নাজিমুদ্দিন আলম বলেন, দেশের শীতপ্রবণ সময়ে বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আয়োজক সংগঠন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ জানায়, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের সময় এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow