বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর দক্ষিণখানের জয়নাল মার্কেট রেললাইন সংলগ্ন এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনা আমাদের মায়ের মতো নেত্রী খালেদা জিয়াকে যথা সময়ে উপযুক্ত চিকিৎসা নিতে দেয়নি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এবং দেশের সেবায় কাজ করার সুযোগ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। আলোচনা শেষে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, হঠাৎ শরীর দুর্বল হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধার্থে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার (১৭ অক্টোবর) হাসপাতাল থেকে তিনি ছাড়া পেতে পারেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।