খালেদার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

4 months ago 32

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নতুন সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (২৬ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগমান করতে হবে। আমরা এই আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ জুন বিকেল ৩টায় নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই সারাদেশের মহানগরে এবং ৩ জুলাই সারাদেশের জেলা শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/জেএইচ/এএসএম

Read Entire Article