খিলক্ষেতে জামায়াতের প্রীতি সমাবেশ

2 weeks ago 15

বাংলাদেশ জামায়াত ইসলামী খিলক্ষেত পশ্চিম থানার উদ্যোগে ছাত্রশিবিরের সাবেক জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় থানা আমির হাসনাইন আহমেদের সভাপতিত্বে রাজধানীর খিলক্ষেতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান, সাবেক কমিশনার, বিশিষ্ট সমাজসেবক খন্দকার আব্দুর রব।
 
থানা সেক্রেটারি মোহাম্মদ সলিমুল্লাহর পরিচালনায় ওই প্রীতি সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরার সদস্য অধ্যাপক মিজানুর রহমান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন ভূঁইয়া, থানা সমাজকল্যাণ সম্পাদক আজিজুল হক, ছাত্রশিবির খিলক্ষেত থানা সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Read Entire Article