খুলনা বিভাগে বইছে তাপপ্রবাহ, মঙ্গলবার থেকে বাড়বে গরম

3 months ago 10

বঙ্গোপসাগরে মে মাসের ২৭ তারিখ লঘুচাপ সৃষ্টির পর থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। দেশে মৌসুমি বায়ু অধিক সক্রিয় থাকার কারণে বৃষ্টি আর থামেনি। তবে এই বৃষ্টি অনেকটা কমতে পারে আগামীকাল মঙ্গলবার (৩ জুন) থেকে।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। এটি মঙ্গলবার আরও বিস্তার লাভ করতে পারে। ভারী বৃষ্টিপাত কমে যাবে। যেহুতু বর্ষাকাল তাই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।

সোমবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও বিস্তার লাভ করতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ১৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়।

আরএএস/এমআইএইচএস/এএসএম

Read Entire Article