খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ

3 weeks ago 9

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে থেমে থেমে সংঘর্ষ চলছে। বুধবার (১২ ডিসেম্বর) সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা, নৌ ও পুলিশ সদস্য কাজ করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক মো. মুহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের বাসে করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বাসশ্রমিকরা। বিষয়টি ওই শিক্ষার্থী অন্যদের জানালে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেয়।

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ

সেখানে পরিবহন শ্রমিকরা আবারও অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরূপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হন। এ সময় দুই জন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়।

এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যান। এক পর্যায়ে তারা শ্রমিকদের ধাওয়া দেন। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম জানান, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী থামানোর চেষ্টা করছে।

আরএইচ/জিকেএস

Read Entire Article