খুলনায় আলুর সিন্ডিকেট ভাঙার দাবিতে জেলা প্রশাসক বরাবর সিসিএসের স্মারকলিপি
খুলনায় ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদ ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, কোল্ড স্টোরেজ মালিকরা ও ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে আলুর মূল্য বাড়িয়ে দিয়েছে। তারা ভোক্তা সাধারণকে জিম্মি করে বেশি দরে বিক্রয় করছে।
বক্তারা বলেন, বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। এ বছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি টনের বেশি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে ৪০ লাখ টনের বেশি আলু মজুত রয়েছে, যা বছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুতদাররা সরবরাহ হ্রাস করে কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে বেশি মূল্যে আলু বিক্রয় করছে এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ ও সরবরাহ করছে না। অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজকেন্দ্রিক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তা সাধারণকে জিম্মি করে ফেলেছে।
অতিদ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে সিসিএসের পক্ষ থেকে।
সিসিএস খুলনা জেলা শাখার সমন্বয়ক মোস্তফা কামালের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিওয়াইবি কুয়েট শাখার সভাপতি রিফাত জান্নাত, সাধারণ সম্পাদক সরদার সাইফ আহমেদ রাফিন, খুলনা সরকারি মহিলা কলেজের সভাপতি ইশা কর্মকার, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সরকারি বিএল কলেজের সভাপতি রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, কালবেলা পত্রিকার খুলনা ব্যুরো রিপোর্টার বশির হোসেন প্রমুখ।