খুলনায় একই রাতে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। রোববার (২৫ মে) দিনগত রাতে মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় ছুরিকাঘাতে একজন ও রূপসা উপজেলায় গুলিতে একজন নিহত হন। পুলিশ উভয় ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের পেছনের গলিতে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন গোলাম (২৬) নামে এক যুবক। তিনি হরিণটানা থানার ময়ূর ব্রিজ এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গোলামকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তার পেটে ছুরিকাঘাত করে নাড়িভুঁড়ি বের করে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে ও হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
এদিকে একই রাতে রূপসা উপজেলার মোছাব্বতপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রনি (৩৮) নামে এক আরেক যুবক নিহত হন। তিনি আইচগাতি মধ্যপাড়ার বাসিন্দা। রাত সাড়ে ১০টার দিকে একদল অস্ত্রধারী খুলনা থেকে এসে তাকে গুলি করে বলে জানা গেছে।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, রনি খুলনার ‘বি’ কোম্পানির গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দুর্বৃত্তরা তার মাথায় গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরিফুর রহমান/এমএন/জিকেএস

5 months ago
80








English (US) ·