খুলনায় চরমপন্থি নেতা নাসিম আটক

2 months ago 6

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিমকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ জুন) খুলনার খালিশপুর মুজগুন্নি পার্ক এলাকার একটি চারতলা ভবন থেকে দিঘলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, নাসিমের বিরুদ্ধে দিঘলিয়া, দৌলতপুর, সোনাডাঙ্গা, বাগেরহাটের ফকিরহাট, হরিণটানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে খুলনার আলোচিত গণেশ হত্যা, হুজি শহীদ, মুন্না, ইকবাল হুজুর, ফকিরহাটের জাহিদ চেয়ারম্যান হত্যা মামলাসহ চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১৭ বছর এবং একটি হত্যা মামলায় ৩২ বছরের কারাদণ্ডাদেশ আসামি ছিল। নাসিম ২০০২ সালে গণেশ হত্যা মামলায় আটক হওয়ার পর আদালত থেকে জামিন নেন। খুলনার বিএল কলেজ গেটে ২০২২ সালের ৬ অক্টোবর রাতে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজ শাহেদ হত্যা প্রচেষ্টা মামলারও আসামি তিনি।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন জানান, খুলনার খালিশপুর মুজগুন্নি এলাকার একটি চারতলা ভবনের নিচ তলায় নাসিমের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরিফুর রহমান/আরএইচ/এমএস

Read Entire Article