খুলনায় দুর্বৃত্তের হামলায় পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী আহত

2 months ago 24

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পৌনে ১০টার নগরীর দিকে আহসান আহমেদ রোডে ল’ কলেজের সামনে এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান এই এলাকার বাসিন্দা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আহত হাফিজুর রহমান বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে কর্মরত। তিনি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আহসান আহমেদ রোডের ল’ কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুজন যুবক ক্ষুর দিয়ে তার শরীরের পেছনে কয়েকটি আঘাত করেন। স্থানীয়রা এগিয়ে এলে ওই দুই যুবক ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরিফুর রহমান/ইএ

Read Entire Article