খুলনায় পাটের গুদামে আগুন নিয়ন্ত্রণে, গোডাউনসহ পু‌ড়েছে ১০ দোকান

3 months ago 49

খুলনা নগরীর বড়বাজারের বার্মাশীল এলাকায় পাটের বস্তার গোডাউনসহ বেশ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। আগুনে প্রায় ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টা ২০মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 
 
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাতে স্টেশন রোডের বার্মাশীল এলাকার মেসার্স আহসান উল্লাহ নামের একটি পাটের বস্তার গোডাউনে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে তা পার্শ্ববর্তী সাইফুল ইসলামের গোডাউনসহ আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আহসান উল্লাহ ট্রেডার্সের পাশের জে কে ট্রেডার্স, জান এন্টারপ্রাইজ ও আলহামদুলিল্লাহ ট্রেডার্সের মালামাল পুড়ে গেছে।

তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। এরপর আগুনের কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হবে।

Read Entire Article